ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে নারী মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
নারায়ণগঞ্জে নারী মাদকবিক্রেতা আটক র‌্যাবের হাতে আটক মাদক বিক্রেতা/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর থেকে শামসুন্নাহার (৩৭) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (৯ ডিসেম্বর) সকালে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। শামসুন্নাহার বন্দর মদনপুর এলাকার আমজাদের স্ত্রী ও রমিজউদ্দিনের মেয়ে।

র‍্যাব-১১ সিপিএসসি’র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের মদনপুর এলাকা থেকে মাদকবিক্রেতা শামসুন্নাহারকে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।