ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুজব ছড়ানোয় নিউজপোর্টালের সম্পাদক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
গুজব ছড়ানোয় নিউজপোর্টালের সম্পাদক আটক র‌্যাবের হাতে আটক শেখ রিয়াদ মুহাম্মদ

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারের দায়ে 'দৈনিক ৭১ডটকম' এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নুরকে (৩৯) আটক করেছে র‌্যাব-৩।

শনিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস বাংলানিউজকে জানান, আটক শেখ রিয়াদ মুহাম্মদ নুর দীর্ঘদিন ধরে 'দৈনিক ৭১ডটকম' নামে একটি অনলাইন নিউজপোর্টাল পরিচালনা করছিলেন।

এই সুবাদে নিজের ইচ্ছেমতো রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে আসছিলেন তিনি।

এছাড়া নিজের ফেসবুক আইডির পাশাপাশি 'একাত্তরের শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার', 'দৈনিক একাত্তর নাগরিক বাতায়ন' ও 'একাত্তরের শহীদ-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার' নামে তিনটি ফেসবুক পেজ থেকে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস ও বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ার করে আসছিল।

শেখ রিয়াদ মুহাম্মদ নুর নিজেকে একজন মুক্তিযুদ্ধ ও সমসাময়িক রাজনৈতিক গবেষক এবং সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে এসব অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি বীনা রানী দাস।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।