ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশজুড়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
দেশজুড়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৮

ঢাকা: ‘আসুন, উন্নয়ন শান্তি ও নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ হই’ প্রতিপাদ্য নিয়ে রোববার (৯ ডিসেম্বর) বাংলাদেশেও পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।  ২০০৩ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

দেশজুড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে রোববার দিবসটি পালিত হয়েছে।  

বাংলানিউজের প্রতিনিধিদের পাঠানো খবর:-

পঞ্চগড়:
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনের আয়োজনে শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে মানববন্ধনের উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার (এসপি) গিয়াস উদ্দীন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আযম, জেলা দুর্নীতিদমন কমিশনের সাধারণ সম্পাদক আক্তারুন্নাহার শাকি, জেলা দুর্নীতিদমন কমিশনের সভাপতি আবু জাকের প্রমুখ।

ঝিনাইদহ:
জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে দুর্নীতিবিরোধী র‌্যালি বের হয়ে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।  

অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম প্রমুখ।

টাঙ্গাইল (মধুপুর):
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পৃষ্ঠপোষকতায় মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের যৌথ উদ্যোগে মানববন্ধনসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল হক।

মেহেরপুর:
দিনটি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। মানববন্ধন শেষে একটি র‍্যালি বের করা হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়।

নেত্রকোনা: 
নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

সকাল ৯টায় শহরের শহীদ মিনারের সামনের সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন, গণস্বাক্ষর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে অংশগ্রহণকারীদের জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।  

এসময় উপস্থিত ছিলেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার এমএ হামিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খালিদ হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়া, সম্পাদক আলী আমজাদ খান আন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
জিপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।