ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন ৯ নারী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
সাতক্ষীরায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন ৯ নারী  ৯ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় নয় নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। 

রোববার (৯ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।  

সম্মাননাপ্রাপ্তরা হলেন- অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তালার ভায়ড়া গ্রামের মমতাজ বেগম, শিক্ষা বিস্তার ও নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুনাহার, সফল জননী কামার বায়সা গ্রামের জাহানারা খাতুন, শ্যামনগরের নকিপুরের প্রতিবন্ধী অষ্টমী মালো, সমাজ উন্নয়নে তালার শিরাশুনির গুলশান আরা খাতুন, পেশাগত সাফল্য অর্জনকারী শহরের কাটিয়ার আম্বিয়া সুলতানা, চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সোনারডাঙ্গা গ্রামের মনিরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ঘুরে দাঁড়ানো বেনেরপোতার শরিফা খাতুন ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় বালিয়াডাঙ্গা গ্রামের শহরবানু।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়।  

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা জগদীশ হাওলাদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।