ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
শ্যামনগরে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু 

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল চাপায় নাঈম (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুন্দরবন সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাঈম উপজেলার সিরাজপুর গ্রামের লিটনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি মোটরসাইকেল নাঈমকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসম্বের ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।