ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় নাশকতার মামলার ১৪ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
নেত্রকোনায় নাশকতার মামলার ১৪ আসামি গ্রেফতার নেত্রকোনা। ছবি: সংগৃহীত

নেত্রকোনা: নেত্রকোনা সদরে অভিযান চালিয়ে নাশকতা মামলায় ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- কাজল মিয়া, বিশাল সরকার, আজিজুল হক, আলমগীর হোসেন, হাদিছ খান, আরিফ মিয়া, আবুল কাশেম, শেখ মোহাম্মদ উল্লাহ, দুলাল মিয়া, সাদেক মিয়া, সাব্বির হোসেন, মাহফুজুর রহমান, সাইদুর রহমান ও ছদ্দু মিয়া।

গ্রেফতারকৃতরা প্রত্যেকেই নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তবে সাংবাদিকদের পক্ষে তাৎক্ষণিক আসামিদের দলীয় অবস্থান বা পরিচয় সম্পর্কে জানা সম্ভব হয়নি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।