ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আবেদুল হক মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
সাংবাদিক আবেদুল হক মারা গেছেন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বহুল প্রচারিত দৈনিক আজকের হালচাল পত্রিকার সম্পাদক আবেদুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত তিনটার দিকে জেলা শহরের মৌলভীপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর শহরের পৌর মুক্তমঞ্চে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় শেরপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।