ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

এখনও নগরীজুড়ে নির্বাচনী পোস্টার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
এখনও নগরীজুড়ে নির্বাচনী পোস্টার নগরীতে এখনও ঝুলছে নির্বাচনী পোস্টার-ছবি-দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যানার-পোস্টারে অনেকটা পোস্টারের নগরীতে রূপ নিয়েছে ঢাকা মহানগরী।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাজধানী ঘুরে দেখা গেছে, নগরীতে এখনও পোস্টার ছেয়ে আছে। কিছু এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পোস্টার অপসারণ করা হলেও রাজধানীর বিভিন্ন এলাকার অলি-গলি থেকে শুরু করে ফুটওভার ব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেয়ালসহ অনেক জায়গা পোস্টার আর ব্যানারে ছেয়ে আছে এখনও।

রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, মিরপুর, বাড্ডা লিংক রোড সংলগ্ন এলাকায় কিছু পোস্টার এখনও দেখা গেছে। তবে শাহবাগ, বাংলামোটর ও ফার্মগেট এলাকা অনেকটা পোস্টরশূন্য।

নির্বাচন শেষ হওয়ার পর নগরীর সৌন্দর্য ফেরাতে একযোগে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ভোটগ্রহণ শেষ হওয়ার পর সব নির্বাচনী পোস্টার-ফেস্টুন অপসারণের ঘোষণা দেন।

এ প্রসঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশনের অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মিল্লাতুল ইসলাম জানান, আমরা প্রতিদিনই বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করছি। তবে নির্বাচন উপলক্ষে রাজধানীতে যেসব পোস্টার-ব্যানার লাগানো হয়েছে সেগুলো অপসারণে দক্ষিণ সিটির ৫৭টি এলাকায় একযোগে কাজ শুরু হয়েছে।  

এসব পোস্টার অপসারণের কাজে অংশ নেওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কর্মী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিচ্ছন্নতার লক্ষ্যেই ডিএনসিসির নির্দেশে আমরা পরিচ্ছন্নতা কাজ শুরু করেছি। উত্তর সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের কাজ শুরু হয়েছে।

এদিকে শহরের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার ব্যাপারে উদগ্রীব নগরীর বাসিন্দারাও। এ বিষয়ে গুলিস্তানের বাসিন্দা আয়াতুল্লাহ খমিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও পুরো রাজধানী জুড়ে এখনও নির্বাচনী পোস্টার রয়ে গেছে। এমন কোনো অলি-গলি নেই যেখানে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের পোস্টার দেখা যাবে না। এই পোস্টার রাজধানীর সৌন্দর্য নষ্ট করে। তাই এগুলো অপসারণ করে শহরের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এর আগে বুধবার (২ জানুয়ারি) ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার সামগ্রী অপসারণের নির্দেশ দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। এসময় নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএসসিসির একার পক্ষে সব পোস্টার অপসারণ কিছুটা কঠিন হবে উল্লেখ করে নির্বাচনে অংশগ্রহণকারী ও রাজনৈতিক দলকে এ বিষয়ে সাহায্যের অনুরোধ জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এইচএমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।