ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এনায়েতপুরে ভটভটি চাপায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
এনায়েতপুরে ভটভটি চাপায় বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে ভটভটির চাপায় শান্তি খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (০৬ জানুয়ারি) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর থানার সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তি খাতুন ওই এলাকার বামন গ্রামের আবুল মোল্লার স্ত্রী।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, রাতে শান্তি খাতুন রাস্তা পার হওয়ার সময় একটি ভটভটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।