ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিআইডির জালে কাস্টমসের ভুয়া কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
সিআইডির জালে কাস্টমসের ভুয়া কমিশনার

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাস্টমসের ভুয়া কমিশনার ও তার ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারীসহ (পিএস) তিনজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (০৯ জানুয়ারি) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।

তিনি জানান, আটকদের মধ্যে একজন নিজেকে কাস্টমস কমিশনার পরিচয় দিতেন এবং বাকি দুইজন তার পিএস পরিচয় দিতেন।

তারা ঢাকা কাস্টমস হাউজের জব্দকৃত সোনার বার নিলামে দেওয়ার কথা বলে কোটি টাকা আত্মসাৎ করেছেন।

তবে প্রাথমিকভাবে আটককৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর মালীবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান শারমিন জাহান।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।