ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনার সাংবাদিক হেদায়েতের জামিনের সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
খুলনার সাংবাদিক হেদায়েতের জামিনের সময় বাড়লো মুক্তির পর সহকর্মীদের সঙ্গে হেদায়েত হোসেন মোল্লা (ফাইল ফটো)

খুলনা: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি ও দৈনিক প্রবাহের সিটি এডিটর হেদায়েত হোসেন মোল্লার অর্ন্তবর্তীকালীন জামিনের সময় বাড়ানো হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরীর আদালতে হেদায়েতের স্থায়ী জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহ। বিচারক হেদায়েতের অর্ন্তবর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়ে ২৯ জানুয়ারি পর্যন্ত করেন।

এবং ওই দিন স্থায়ী জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন বলে জানান মামলায় অ্যাডভোকেট মাসুম বিল্লাহ।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে খুলনার গল্লামারী এলাকা থেকে হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। বুধবার (২ জানুয়ারি) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন হেদায়েত হোসেনের। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত অর্ন্তবর্তীকালীন  জামিনে মুক্তি লাভ করেন হেদায়েত।

গত ৩০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ওই ফলাফলে খুলনা-১ আসনে মোট ভোটারের চেয়ে ২২ হাজারেরও বেশি ভোটগ্রহণ হয়েছে মর্মে বাংলা ট্রিবিউন ও দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী বাদী হয় ডিজিটাল নিরাপত্তা আইনে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। এছাড়া মামলায় মানবজমিনের খুলনা স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামকেও আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।