ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিদেশি মদসহ মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
ময়মনসিংহে বিদেশি মদসহ মাদকবিক্রেতা আটক র‌্যাবের হাতে আটক মাদকবিক্রেতা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই বোতল বিদেশি মদসহ গৌতম কুমার ঘোষ (৪৫) নামের এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহবুব উল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার খাগডহর এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা কুমার ঘোষকে আটক করা হয়।

তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি মাহবুব উল আলম।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।