ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
কিশোরগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা মেয়াদোত্তীর্ণ ওষুধ

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে ভৈরব উপজেলার দুর্জয় মোড় ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাজারে অভিযান পরিচালনা করেন অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।  

এ সময় উপস্থিত ছিলেন-জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ সদস্যরা।

 

বাংলানিউজকে সহকারী পরিচালক বলেন, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ভৈরবের দুর্জয় মোড়ের ন্যাশনাল ইউনানি মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাজারের নাসিম ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
এছাড়াও মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির অপরাধে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাজারের মোতাসিম ভ্যারাইটিজ স্টোরকে পাঁচ হাজার টাকা, ভাই ভাই জেনারেল স্টোরকে পাঁচ হাজার টাকা, সাব্বির স্টোরকে এক হাজার টাকা এবং ইদ্রিস স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ক্ষতিকর খাদ্যপণ্য ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।