ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হানিফ হত্যা মামলায় বিএনপির ২১৮ নেতাকর্মীর জামিন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
হানিফ হত্যা মামলায় বিএনপির ২১৮ নেতাকর্মীর জামিন বাতিল ছবিঃ ম্যাপ

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ হত্যা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২১৮ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) মামলার ২২২ আসামী ১নং আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। শুনানী শেষে বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোহেব খান আবেদন না মঞ্জুর করে আসামীদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জানান, জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো আসামীদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্লা বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নোয়াখালী পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন রয়েছেন।

উচ্চ আদালতের ৪ সপ্তাহ জামিনের শেষ দিনে আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত সেটি না মঞ্জুর করে আসামীদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে চার জনের জামিন বহাল রয়েছে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত ১১ ডিসেম্বর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে বিএনপির মিছিল থেকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম সুমন বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৩৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেককে আসামী করে মামলা করেন। মামলার ২২২ আসামী উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।