ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় দেশী-বিদেশী মদসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
মাগুরায় দেশী-বিদেশী মদসহ আটক দুই দেশী-বিদেশী মদসহ আটক। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৭ লিটার বাংলা মদসহ সুখদেব অধিকারী ও একই এলাকার অপর মাদক ব্যবসায়ী পুলোকেশ কে ১৫ বোতল কেরু ও ভোদকা মদসহ আটক করেছে ডিবি পুলিশ। 

আটকৃত দুই মাদক ব্যবসায়ী নতুন বাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) রাত ৮টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ডিবির এস আই শেখ গোলাম আজম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ লিটার বাংলা মদ ও ১৫ বোতল কেরু ভোদকা মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।