ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয় এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
সচিবালয় এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান চলছে ডিএসসিসির উচ্ছেদ অভিযান/ছবি: শাকিল

ঢাকা: রাজধানীর সচিবালয় এলাকায় অবৈধ স্থাপনা ও দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সচিবালয়ের পাশাপাশি পল্টন ও জাতীয় প্রেসক্লাবের আশপাশের সড়কেও চালানো হয় এ উচ্ছেদ অভিযান।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে জিরো পয়েন্ট থেকে সচিবালয় হয়ে প্রেসক্লাব পর্যন্ত বিভিন্ন অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন।

এসময় প্রায় ৬০ থেকে ৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।  

মাসুদ রানা বাংলানিউজকে বলেন, অবৈধভাবে দখল করা জায়গা দখলমুক্ত করতেই এ অভিযান। বিশেষ করে সচিবালয়ের পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক এবং প্রেসক্লাব লাগোয়া ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হোটেল উচ্ছেদ করছি আমরা। শুধু উচ্ছেদ করে চলে যাচ্ছি না বরং কিছুক্ষণ পরপরই সড়কগুলোতে নজর রাখছে আমাদের লোকেরা। আমরা চলে যাওয়ার পর আবারো যদি কেউ বসার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

মাসুদ রানা আরো জানান, এখন পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে কাউকে আটক বা অর্থ জরিমানা করা হয়নি।  

অবৈধ স্থাপনার বিরুদ্ধে এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩১৪ জানুয়ারি ১৬, ২০১৯
এসএইচএস/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।