ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
বেগমগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২, আহত ২০

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট সংলগ্ন বড় পোল এলাকায় একটি যাত্রীবাহী বাস খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন  আহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের বড় পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে নোয়াখালী-ফেনী রুটের সুগন্ধা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নোয়াখালীর সোনাপুর থেকে ফেনীর উদ্দেশে যাচ্ছিলো।

নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের বড় পোল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছে অন্তত ২০জন। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানা, চৌমুহনী হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।