ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
ভৈরবে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার রামনগর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানায়, বিকেলে উপজেলার রামনগর ব্রিজ সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
 
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বাংলানিউজকে বলেন, মরদেহের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
  
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯ 
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।