ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, ইয়াবা উদ্ধার ...

ফেনী: ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুক যুদ্ধ হয়েছে।
এতে পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় গ্রামের আলী আকবরের ছেলে গিয়াস উদ্দিন দুলাল নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭জানুয়ারি) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার মাদক অধ্যুষিত শুভপুর ইউনিয়নের চম্পক নগর গ্রামের অদূরে।

এ সময় তার দলের রেখে যাওয়া ঘটনাস্থল থেকে প্রায় দুই হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) এমএম মুর্শেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টহল পুলিশ গাড়ি তল্লাশি করার সময় একদল মাদক বিক্রেতা পুলিশের ওপর হামলা চালায়।

স্বল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি মোকাবেলা করতে না পারার সংবাদ থানায় পৌঁছলে ওসি বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থল ঘিরে ফেললে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয় লোকজন জানান সে মাদক ব্যবসায়ী দুলাল। ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান দুলালের নামে মাদক,ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৯
এসএইচডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।