ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ৪১৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
গাইবান্ধায় ৪১৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক গাইবান্ধায় ৪১৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় ৪১৫ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শফিকুল ইসলাম একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক লাখ ২৪ হাজার ৫০০ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর এলাকায় অভিযান চালিয়ে ৪১৫ পিস ইয়াবাসহ শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৪২ ঘন্টা, ১৮ জানুয়ারি ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।