ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৭২০ ক্যান বিয়ারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
কেরানীগঞ্জে ৭২০ ক্যান বিয়ারসহ আটক ১ ৭২০ ক্যান বিয়ারসহ আটক মাদককারবারী। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিভিন্ন ব্রান্ডের ৭২০ ক্যান বিয়ারসহ কবির হোসেন (২৮) নামে এক মাদককারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। কবির পিরোজপুর জেলার কাউখালী থানার জয়কুল এলাকায়র মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

র‌্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কোম্পানি কমান্ডার সৈয়দ ইমরান হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। সন্ধ্যায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ৭২০ ক্যান বিয়ার জব্দ করা হয়। এসময় মাদককারবারী চালক কবিরসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।