ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জুরাইনে ট্রেনের ধাক্কায় আহত নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
জুরাইনে ট্রেনের ধাক্কায় আহত নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতর স্বামী ময়ুর আলী মালয়েশিয়া প্রবাসী।

শনিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

তাকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী নাসির বাংলানিউজকে জানান, জুরাইন রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয় ওই নারী। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসিমার মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার ছেলে সুমন। তিনি জানান, তার  মা প্রতিদিনের মতো সন্ধ্যার পরে হাঁটতে বেরিয়ে ছিল। কিন্তু জুরাইন এলাকায় তিনি কেন গিয়েছেন তা জানাতে পারেননি।

তিনি আরো জানান, তার বাবা মালয়েশিয়া প্রবাসী। তার দুই ভাই, অন্য ভাইও বাবার সঙ্গে প্রবাসে থাকে।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।