ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ট্রলার ডুবি: ১৮ শ্রমিক নিখোঁজ রেখে উদ্ধারকাজ সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
ট্রলার ডুবি: ১৮ শ্রমিক নিখোঁজ রেখে উদ্ধারকাজ সমাপ্ত নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ সমাপ্ত। (বাংলানিউজ ফাইল ছবি)

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় ১৮ শ্রমিক নিখোঁজ রেখে সাতদিন পর উদ্ধারকাজ পুরোপুরি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসন এ ঘোষণা দেয়। 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী বাংলানিউজকে বলেন, নিখোঁজ ট্রলারের উদ্ধারকাজ পুরোপুরি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (২০ জানুয়ারি) মেঘনা নদী থেকে নিখোঁজ ২০ শ্রমিকের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর বাকি ১৮ শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। শ্রমিকদের স্বজনরা নিজেদের গ্রামের বাড়ি পাবনায় ফিরে গেছেন। যদি পরে আর কোনো মরদেহ উদ্ধার করা হয় বা ভেসে ওঠে সেক্ষেত্রে স্বজনদের খবর দিয়ে আনা হবে।  

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৪টায় মেঘনায় মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কায় জাকির দেওয়ান নামে মাটিবোঝাই ট্রলারটি ডুবে যায়। এসময় ৩৪ জন শ্রমিকের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ২০ শ্রমিক। ট্রলার ডুবির ষষ্ঠদিনে রোববার মেঘনা নদী থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।