ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
অবশেষে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে ভারত কসবা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা ৩১ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে ভারত। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: অবশেষে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে ভারত। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের শূন্য রেখায় অবস্থান করা রোহিঙ্গাদের নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

এর আগে ১৮ জানুয়ারি রাত সাড়ে ৮টায় বিএসএফ গেট খুলে ৩১ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এরপর চারদিন সীমান্ত রেখায় অবস্থান করে তারা।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফের সঙ্গে একাধিকবার বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি।  

বিষয়টি নিশ্চিত করে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির জানান, বিজিবির সঙ্গে কোনো বৈঠক ছাড়াই সকালে আশ্রিত রোহিঙ্গাদের ধাপে ধাপে ভারতে নিয়ে যায় বিএসএফ।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।