ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাকচাপায় মুন্নাফ সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মুন্নাফ সরকারের বাড়ি বেলকুচি পৌরসভার চন্দন গাঁতী মহল্লায়।

তিনি মুকুন্দগাঁতী মনোয়ারা প্রিন্টিং প্রেসের মালিক।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, সকালে কড্ডার মোড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন মুন্নাফ সরকার।  এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় মুন্নাফকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।