ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
নেত্রকোনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনা সদরের বনুয়াপাড়া এলাকায় পলি আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দিনগত রাত ২টার ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মৃত পলি বনুয়াপাড়া গ্রামের মো. সারোয়ার মিয়ার স্ত্রী।

কাইলাটি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মৃত পলির চাচা শ্বশুর আব্দুল হাই বাংলানিউজকে জানান, বাড়ির নারীরা দীর্ঘসময় পলির কোনো সাড়াশব্দ না পেয়ে ও ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ করেন। একপর্যায় পাশের রুমের সিলিং টপকিয়ে পলির ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, ময়না তদন্তের পর গৃহবধূর মৃত্যুর কারণ যাবে।

বাংলাদেশ সময়: ০০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।