ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। 

বুধবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে জুটমিলের তাঁত সেক্টরে এ আগুন লাগে।  

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, সকালে জাতীয় জুটমিলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়।

আগুন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ ও কামারখন্দের ৫টি ইউনিট একযোগে দুই ঘণ্টা ধরে কাজ করছে। কিছুটা হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।    
    
জাতীয় জুটমিলের মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মিলের তাঁত সেক্টরে আগুন লাগায় সেখানে রাখা বস্তার বেল পুড়ে গেছে। এখনো কাজ চলছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।