ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিশু ধর্ষণ মামলায় মঞ্জুরুল ইসলাম আনসারী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম আনসারী দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার আব্দুর গণি আনসারীর ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, ২০১০ সালের ১৫ মে দৌলতপুর উপজেলার ব্রাকপুর গ্রামে একটি শিশুকে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় মঞ্জুরুলকে আসামি করে দায়ের করা মামলা তদন্ত শেষে একই বছরের ৭ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর মামলার বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯/ আপডেট: ১৫৩৫
আরএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।