ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
চৌদ্দগ্রামে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি আটক

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে বিদেশি পিস্তলসহ মো. সুরুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৩ জানুয়ারি) ভোর সোয়া ৪ টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সুরুজ মিয়া গাছবাড়িয়া গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১’র উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের একটি রাস্তায় টহল দিচ্ছিলো র‌্যাবের একটি টিম। এমন সময় সুরুজ মিয়াকে সন্দেহ হলে তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই সাদেকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।