ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
শ্যামনগরে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে শ্যালো ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় সুমাইয়া খাতুন (৫) নামে একটি শিশু নিহত হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সুমাইয়া খাতুন কাশিমাড়ি গ্রামের সোহরাব হোসেন তরফদারের মেয়ে।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে মেয়েটি তার বাবার সঙ্গে কাশিমাড়ি বাজারে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি দ্রুতগামী ভ্যান শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।