ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার-মিয়ানমার হয়ে চীনে যাবে রেল: রেলমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
কক্সবাজার-মিয়ানমার হয়ে চীনে যাবে রেল: রেলমন্ত্রী

পঞ্চগড়: দেশের প্রত্যেক জেলার পাশাপাশি ভারত, মিয়ানমার ও চীনের সঙ্গেও রেল যোগাযোগ স্থাপন করা হবে জানিয়ে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা, চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি, কক্সবাজার থেকে মায়ানমার হয়ে চীন পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে। যমুনা সেতুর পাশেই ৩০০ মিটার লম্বা আলাদা রেলসেতু স্থাপন করা হবে।

বুধবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, যাত্রী সেবার মান বাড়াতে রেলকে আধুনিক মানের করতে দ্রুতগতির (হাইস্পিড) ট্রেন চালুর প্রকল্পও গ্রহণ করেছে সরকার।

খুব শিগগিরই হাইস্পিড ট্রেন সার্ভিস চালু হবে।  

তিনি বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য ও দক্ষ নেতৃত্বে মহাপরিকল্পনায় দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সাল পর্যন্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী পঞ্চগড় সার্কিট হাউস এ মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন। পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও সংস্কৃতি ট্রাস্টের প্রায় ৮ লাখ টাকার উপবৃত্তির চেক বিতরণ করেন।  

জানা যায়, পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) রবিউল ইসলাম দায়িত্ব পালনের পাশাপাশি দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা ও সংস্কৃতি ট্রাস্ট গঠন করেছিলেন। এখন প্রতিবছর মূলধন ঠিক রেখে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া  হয়।

বিকেলে পঞ্চগড় শেরেবাংলা পার্ক সংলগ্ন মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।