ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
খুলনায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫৫

খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরীর ৮ থানা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানন, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১৪ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৭১ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, ৫৫ লিটার চোলাই মদ ও ১টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।