ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবী কল্যাণ তহবিলের অর্থ জমা না হওয়ায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
আইনজীবী কল্যাণ তহবিলের অর্থ জমা না হওয়ায় মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহ আইনজীবী সমিতির কল্যাণ তহবিলের ৫০ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা না দেওয়ার ঘটনায় সংগঠনটির সাধারণ সম্পাদক ড. মীর মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

২০১৭ অর্থবছরের কার্যকরী পরিষদের আরো ১৪ জনকে বিবাদী করে দেওয়ানি আদালতে এ মামলা করেন সাইফুল ইসলাম নামে এক আইনজীবী।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়।

মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আতাউর রহমান মুকুল।  

বাংলানিউজকে তিনি বলেন, ২০১৭ অর্থবছরে সমিতির কল্যাণ তহবিলের  ৫০ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা হিসেবে থাকলেও ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। এ ঘটনায় বিগত দুই মাস আগে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মিজানুর রহমানকে ৫২ জন আইনজীবী স্বাক্ষরিত একটি উকিল নোটিশ দেওয়া হয়।  

‘কিন্তু তিনি ওই নোটিশের কোনো উত্তর দেননি। তাই কল্যাণ তহবিলের টাকা উদ্ধারের জন্য আদালতে এ মামলা করা হয়েছে। ’ 

অ্যাডভোকেট মুকুল বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি শুনানীর জন্য দিন ধার্য করেছেন।   

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।