ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশু নিহত ছবি : প্রতীকী

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা এলাকায় ট্রলিচাপায় স্মৃতিকা রানী (০৯) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে নাগেশ্বরী পৌরসভার বলদিটারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

স্মৃতিকা নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ১১ মাথা হিরার খামার এলাকার দীনোমন ও মিনতি রানী।

স্থানীয়রা জানায়, নাগেশ্বরী আরডিআরএস অফিস থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে দুপুরে মেয়ে স্মৃতিকাসহ নিজ বাড়ি ফিরছিলেন দীনোমন ও মিনতি রানী। পথে বলদিটারী মোড়ে নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কের পার্শ্ববর্তী দোকানের সামনে দাঁড়িয়ে তারা মেয়েকে বিস্কুট খাওয়াচ্ছিলেন। এসময় ট্রলিটি আকস্মিকভাবে পেছন থেকে স্মৃতিকাকে দোকানের দেয়ালের সঙ্গে চাপা দেয়। স্মৃতির বাবা ও মায়ের চিৎকারে লোকজন এগিয়ে এলে ট্রলি ফেলে চালক পালিয়ে যান। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এফইএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।