ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীরা আমাদের শক্তি, প্রবাসী দিবসে পররাষ্ট্রমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
প্রবাসীরা আমাদের শক্তি, প্রবাসী দিবসে পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোনেম, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে প্রবাসী বাংলাদেশি দিবস। দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি উদযাপন করেছে স্কলারস বাংলাদেশ ফাউন্ডেশন।

সোমবার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ৩০ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে ‘প্রবাসী বাংলাদেশি দিবস’ পালনের দাবিতে ২০১৭ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করেছিল স্কলারস বাংলাদেশ ফাউন্ডেশন।

এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিবসটি পালনের প্রস্তুতি থাকলেও নির্বাচনের জন্য অনুষ্ঠানের তারিখ পিছিয়ে চলতি বছরের ২৮ জানুয়ারি নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোনেম। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ।

এতে সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এমই চৌধুরী শামীম।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, উন্নয়নের যে মহাসড়কে আমরা যাত্রা করছি, সেখানে প্রবাসীদের আরও সম্পৃক্ত করতে হবে। প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে প্রবাসীদের গুরুত্ব দেওয়া হচ্ছে নিজেদের দেশিয় স্বার্থে। আমাদের দেশের অনেক প্রবাসী। এরাই আমাদের শক্তি। দেশের ৪৯ ভাগ জনগণের বয়স ২৫ বছরের নিচে। এই জনগণকে আমাদের কাজে লাগাতে হবে। প্রবাসীরাও চাইলে দেশে বিনিয়োগের ক্ষেত্রে তাদের কাজে লাগাতে পারেন।

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরও বিনিয়োগ ও প্রযুক্তি দরকার। এ বিষয়ে প্রবাসীরা আমাদের সাহায্য করতে পারেন। প্রবাসীরা যেনো বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন, সেজন্য আমার মন্ত্রণালয় থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করবো।

অনুষ্ঠানে দিবস উদযাপন কমিটির সদস্য সচিব দিলারা আফরোজ খান রুপা, ম্যাক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রবাসী ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আলমগীর এবং প্রবাসীসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসএইচএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।