ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুরমা নদীতে মিললো নবজাতকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
সুরমা নদীতে মিললো নবজাতকের মরদেহ

সিলেট: সিলেট নগরের ক্বীনব্রিজ সংলগ্ন সুরমা নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরীর মরদেহটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, নগরের সার্কিট হাউসের সামনে নদীতে ভাসমান অবস্থায় ওই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, নবজাতকের বয়স একদিনের হবে।

পুলিশ নবজাতকের সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের পর মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।