ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পুকুর খুঁড়তেই বেরিয়ে এলো ‘খানজাহান আমলের পাথর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
পুকুর খুঁড়তেই বেরিয়ে এলো ‘খানজাহান আমলের পাথর’

বাগেরহাট: বাগেরহাটে পুকুর খননের সময় খানজাহান আমলের একটি আট কোনা বিশিষ্ট বেলে পাথরের স্তম্ব পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের কালিকার পুকুর খননের সময় শ্রমিকরা পাথরটি পায়।  

পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দিদারুল আলম এটিকে নিয়ে তার বাড়িতে রাখেন।

পাথর পাওয়ার খবর পেয়ে বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতর কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস ঘটনাস্থল পরিদর্শন করেন। পাথরটি বাগেরহাট জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানান তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দিদারুল আলম বাংলানিউজকে বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কালিকার পুকুরটি স্কেভেটর দিয়ে খনন করছে। খননের একপর্যায়ে সন্ধ্যার কিছু আগে শ্রমিকরা পাথরটি পায়। পরে পাথরটি আমাদের বাড়ির সামনে এনে রেখেছি। আট কোনা বিশিষ্ট পাথরটি প্রায় ৪ ফুট লম্বা। পাথর দেখতে এলাকার লোকজন ভিড় করছে।

বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বাংলানিউজকে বলেন,  পাথরটি বাগেরহাট হযরত খানজাহান আলী (র.) -এর বসতবাড়ি, ষাটগম্বুজ মসজিদ ও বড় আদিনা মসজিদের স্থাপনার সঙ্গে সাদৃশ্য রয়েছে। খানজাহানের সমসাময়িক স্থাপনার পিলারের অংশ বিশেষ বলে ধারণা করা হচ্ছে। পুকুরের আশপাশে কোনো প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষের একটি অংশ এ পাথর। পাথরটিকে আমরা বাগেরহাট জাদুঘরে সংরক্ষণ করব।

তিনি বলেন, ষাটগম্বুজ মসিজদের উত্তর ও দক্ষিণের ছয় কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে আড়াই কিলোমিটার এলাকাজুড়ে প্রাচীন আমলের স্থাপনা রয়েছে। ওই এলাকাজুড়ে এ ধরণের আরও পাথর থাকতে পারে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।