ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের বিপিএম পাচ্ছেন ১৪৪ জন, পিপিএম পাচ্ছেন ২০৫ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
পুলিশের বিপিএম পাচ্ছেন ১৪৪ জন, পিপিএম পাচ্ছেন ২০৫ জন

ঢাকা: বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ২০১৮ সালে কাজের স্বীকৃতি হিসেবে মোট ৩৪৯ জন সদস্য সর্বোচ্চ সম্মান 'বাংলাদেশ পুলিশ পদক'- (বিপিএম) ও 'রাষ্ট্রপতির পুলিশ পদকের'- (পিপিএম) জন্য মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখার উপ-সচিব ফারজানা জেস্মিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক-(বিপিএম) ও ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম) মনোনীত করা হয়েছে।

এছাড়া, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা এবং ১৪৩ জনকে 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা প্রদান করা হয়েছে।

আগামী ৪ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের মধ্যে পদক প্রদান করবেন।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।