ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতির মামলায় চৌহালী উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
দুর্নীতির মামলায় চৌহালী উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

সিরাজগঞ্জ: দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে সাময়িক অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ছানোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ছানোয়ার হোসেনকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি সংক্রান্ত একটি পত্র পেয়েছি।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ নভেম্বর ঘুষের টাকা গ্রহণের সময় উপজেলা শিক্ষা অফিসের সহকারী আব্দুল মালেককে হাতেনাতে আটক করে দুদক। এ ঘটনায় দুদকের সম্বনিত জেলা কার্যালয় পাবনার সহকারী পরিচালক শেখ গোলাম মওলা বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। তদন্ত শেষে  উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুল মালেক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৭ সালের ২৪ অক্টোবর বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্রটি গৃহীত হয়।  

এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত একটি পত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।