ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দুই দিনব্যাপী আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
দুই দিনব্যাপী আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু পানি সম্মেলনে অতিথিরা-ছবি-বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক পানি সম্মেলন। 'নদী: একটি জীবন্তসত্ত্বা' স্লোগান নিয়ে বেসরকারি সংস্থা অ্যাকশন এইড এ সম্মেলনের আয়োজন করেছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে কুয়াকাটার গ্রেভার ইন হোটেলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, কলাপাড়া পাউবো নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজসহ শিক্ষাবিদ, নদী কর্মী, উন্নয়ন অংশীদার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দু’দিনের আন্তর্জাতিক এই সম্মেলনের প্রথমদিনে মূল বিষয় তুলে ধরতে গিয়ে অ্যাকশন এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে আমাদের নদীগুলো মরে যাচ্ছে। নদী মরে যাওয়ার প্রভাব পড়ছে আমাদের জীবন-জীবিকায়। ফলে নদীকে নদীর মতো থাকতে দেওয়ার বিকল্প নেই। নদীর জীবনকে মানুষের মূল্যায়ন করতে হবে। এছাড়া নদী বাঁচানো যাবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আইনুন নিশাত বলেন, নদীকে বাঁচাতে হলে আমাদের নদীকে ভালভাবে বুঝতে হবে। নদী একটি জীবন্ত সত্ত্বা। আমাদের এই জীবন্ত সত্ত্বাকে ভালভাবে বুঝতে হবে। নদীর অনুভূতিকে বুঝতে হবে। এসব অনুধাবনের পর নদী বিষয়ক প্রকল্প হাতে নিতে হবে। নদীর যে সত্ত্বা আছে সেটি বোঝা যায় যখন নদী মরে গেলে মানুষের উপর তার প্রভাব পড়ে। নদীর অধিকার ও সত্ত্বা আমার ধ্বংস করছি দখল, দূষণ, অপরিকল্পিত পরিকল্পনা এবং জলবায়ু পরির্তনের মাধ্যমে।

তিনি আরও বলেন, নদীকে জীবন্ত সত্ত্বা হিসেবে স্বীকৃতির বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের নদীকেন্দ্রিক এবং পরিবেশবান্ধব উন্নয়ন ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, জীবন বাঁচাতে পানি দরকার; জীবনের জন্য পানি দরকার। সেই পানিই যদি না থাকে তবে আমরা থাকতে পারবো না। বাস্তবতা হলো আমরা নদীগুলোকে মেরে ফেলছি। আইন থাকলেও তার প্রয়োগ আমরা করতে পারি না। যারা প্রয়োগ করবেন তারা তা করেন না বা করতে পারেন না। নদীর মালিক রাষ্ট্র। রাষ্ট্র নদীর সত্ত্বাকে বাঁচাতে আইন করেছে। তবে পরিকল্পনায় অনেক গলদ আছে।

সম্মেলনের দ্বিতীয়দিনের অধিবেশন কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারে পানি জাদুঘরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।