ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে হত্যাচেষ্টা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে হত্যাচেষ্টা

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমানকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে এ ঘটনা ঘটে।  

তার চাচাতো ভাই শিমুল হোসেন বাংলানিউজকে জানান, তিনি ও মশিয়ার নির্বাচনের কাজে সাতক্ষীরায় এসেছিলেন।

রাত ১০টার দিকে তারা রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে দাঁড়িয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে নিয়ে যায়।  

সাতক্ষীরা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, তার অবস্থা আশঙ্কাজনক।  

এদিকে, খবর পেয়ে রাতেই তাকে দেখতে সদর হাসপাতালে আসেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ শুভ্র, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাতক্ষীরা পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।