ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ওবায়দুল নাছির

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল কমিউনিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. ওবায়দুল নাছির (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনগত রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী মারাত্বকভাবে আহত হন।

এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে নিহত হন  নাছির।  

স্থানীয়রা জানায়, রাস্তায় তেল পড়ে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত নাছিরের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া চাঁদপুর বলে জানা গেছে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল হাইওয়ের থানা পুলিশের পরিদর্শক (ওসি)  আব্দুল আউয়াল নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯ 
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।