বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-আবুল কাশেম (৪৫), মোফাজ্জল মণ্ডল (৩২), টোকন সর্দার (২৫), আকরাম হোসেন (২৫), রহম আলী সর্দার (৫৮), আলতাফ আলী (৫৮), আলম শিকদার (৪০), সিদ্দিক (৩৭), শহীদ শেখ (৩৫) ও নুরুজ্জামান (৩৫)।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বাংলানিউজকে বলেন,পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১০ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৭ জনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়, জব্দকৃত ৮০ কেজি ইলিশ দু’টি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও ইলিশ ধরার ১০টি নৌকা এবং মাছ কেনায় সহযোগিতার দায়ে ৩টি ট্রলার ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানা তিনি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
আরএ