ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ইলিশ ধরার অপরাধে ১৭ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ইলিশ ধরার অপরাধে ১৭ জেলের জেল-জরিমানা দণ্ডপ্রাপ্ত জেলেরা ও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১৭ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এদের মধ্যে ১০ জনকে এক বছর করে কারাদণ্ড ও সাত জনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন-আবুল কাশেম (৪৫), মোফাজ্জল মণ্ডল (৩২), টোকন সর্দার (২৫), আকরাম হোসেন (২৫), রহম আলী সর্দার (৫৮), আলতাফ আলী (৫৮), আলম শিকদার (৪০), সিদ্দিক (৩৭), শহীদ শেখ (৩৫) ও নুরুজ্জামান (৩৫)।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বাংলানিউজকে বলেন,পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১০ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৭ জনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়, জব্দকৃত ৮০ কেজি ইলিশ দু’টি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও ইলিশ ধরার ১০টি নৌকা এবং মাছ কেনায় সহযোগিতার দায়ে ৩টি ট্রলার ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানা তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।