গত ২৪ ঘণ্টায় আলাদা অভিযানে আটকের পর বৃহস্পতিবার (১৭ অক্টোকর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ১৭ জেলেরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার ছগির ও কালু হাওলাদার, ভোলা সদরের মান্নান, ইসমাইল, আলামিন, রাসেল, মনির, হাসান, হোসেন, আরিফ, আতিক, নুরু, জসিম, মোস্তাফিজ, সোহাগ, আরিফ ও সোলাইমান।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের তত্ত্বাবধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ নিয়ে পৃথক অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ইলিশা, বাত্তির খাল, হাজিরহাট, ভোলার খাল ও ভেদুরিয়া খেকে। বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ জেলেকে জাল ও মাছসহ আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত অভিযুক্তদের কারাদণ্ড দেন।
৯-৩০ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন সময়। এ সময় মেঘনা-তেতুলিয়াসহ সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এএটি