ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
সাভারে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

সাভার (ঢাকা): সাভারে বলিয়ারপুর এলাকায় ময়লাবাহী গাড়ির ধাক্কায় অনলাইন অ্যাপভিত্তিক মোটরসাইকেল যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান ‘পাঠাও’র চালক নিহত হয়েছে।

নিহত আব্দুর রহমান খান (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান খান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ সালজানা গ্রামের উজির খানের ছেলে এবং পাঠাও চালক ছিলেন।

ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তৈয়ব জানান, রাতে রাজধানী ঢাকা থেকে আব্দুর রহমান নামে পেশায় এক পাঠাও চালক তার মোটরসাইকেল যোগে একাই সাভারের দিকে যাচ্ছিলেন। পরে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে উল্টো পথে আসা ময়লাবাহী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক ময়লাবাহী গাড়িটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।