শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আবুল কালম আজাদ ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
ধাপরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে গোবিন্দরায় দেবত্তর গ্রামে পুকুর পাড়ের একটি গাছে আবুল কালামের গলায় ফাঁস লাগানো মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনটি