ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
সাদুল্লাপুরে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আবুল কালাম আজাদ (৩৮) নামে এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবুল কালম আজাদ ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

তিনি পাশের পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মারিয়ার আইরিস মসজিদে ইমামতি করতেন।

ধাপরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে গোবিন্দরায় দেবত্তর গ্রামে পুকুর পাড়ের একটি গাছে আবুল কালামের গলায় ফাঁস লাগানো মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।