শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোইলা চৌধুরী তাদের এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পরিষদের মোহাম্মদ জসিম উদ্দিন (২৫) ও আনোয়ার হোছাইন (১৮)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, হালনাগাদ ভোটার তালিকার জন্য জাল খতিয়ান কপি নিয়ে ছবি তুলতে আসেন মোহাম্মদ জসিম উদ্দিন ও আনোয়ার হোছাইন। তাদের সংগৃহীত জমির খতিয়ানের কপি জাল বলে শনাক্ত করা হলে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোইলা চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৯,২০১৯
এসবি/এফএম