ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে ভুয়া খতিয়ানে ভোটার হওয়ার চেষ্টায় ২ জনকে অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
রামুতে ভুয়া খতিয়ানে ভোটার হওয়ার চেষ্টায় ২ জনকে অর্থদণ্ড ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের রামুতে খতিয়ান জালিয়াতির অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোইলা চৌধুরী তাদের এ দণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পরিষদের মোহাম্মদ জসিম উদ্দিন (২৫) ও আনোয়ার হোছাইন (১৮)।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, হালনাগাদ ভোটার তালিকার জন্য জাল খতিয়ান কপি নিয়ে ছবি তুলতে আসেন মোহাম্মদ জসিম উদ্দিন ও আনোয়ার হোছাইন। তাদের সংগৃহীত জমির খতিয়ানের কপি জাল বলে শনাক্ত করা হলে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোইলা চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৯,২০১৯
এসবি/এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।