ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
বাউফলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় ছিদ্দিকুর রহমান শরীফ (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বাউফলের বগা ইউনিয়নে এ ঘটনা ঘটে। শরীফ বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের বাসিন্দা।

তিনি মুদি দোকানের ব্যবসা করতেন। মোবাইল ব্যাংকিং সেবাও দিতেন।

স্থানীয়রা জানায়, শরীফ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছাঁলে পথ আটকে দুর্বৃত্তরা তার গলা কেটে ফেলে। এক পথচারী এ ঘটনা দেখে চিৎকার দিলে স্থানীয় ও বাড়ির লোকজন ছুটে আসে। দুর্বৃত্তরা পালিয়ে যায়।  

পরে শরীফকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। তবে খুব অল্প সময়ের মধ্যে রহস্য উদঘাটন করে জড়িতদের আটক করা হবে।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।