ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ইয়াবাসহ ২ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
খাগড়াছড়িতে ইয়াবাসহ ২ যুবক আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের মাস্টারপাড়া এলাকা থেকে দুই যুবককে ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। তারা হলেন, জেলা সদরের মিলনপুরের আবু সৈয়দের ছেলে ওমর ফারুক (২২) এবং কল্যাণপুরের আবুল কাশেমের ছেলে শামীমুল আশরাফ রাহাদ (২৫)।

খাগড়াছড়ি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ৱ

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এডি/এবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।