শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। তারা হলেন, জেলা সদরের মিলনপুরের আবু সৈয়দের ছেলে ওমর ফারুক (২২) এবং কল্যাণপুরের আবুল কাশেমের ছেলে শামীমুল আশরাফ রাহাদ (২৫)।
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ৱ
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এডি/এবি/টিএ