ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিকের স্বার্থে কাজ করছে সরকার: শ্রম প্রতিমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
শ্রমিকের স্বার্থে কাজ করছে সরকার: শ্রম প্রতিমন্ত্রী

বরিশাল: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থে সবসময় কাজ করছে। আমরা শ্রমিকের স্বার্থে অনেক আইন বাতিল করেছি। আবার মালিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে সামঞ্জস্য রাখারও চেষ্টা করেছি।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে বরিশাল নগর ভবনের সামনে আয়োজিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কল্যাণ তহবিল থেকে আহত/অসুস্থ শ্রমিক ও শ্রমিকদের পরিবারে চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকার গঠনের পর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ছয় লাখ টাকা পেয়েছি।

আর এখন চারশ কোটি টাকার বেশি সঞ্চয় আছে এবং সেখান থেকে ১৫ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করে যাচ্ছেন, তাতে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আর যুবসমাজকেই দেশকে এগিয়ে নিতে হবে।

সভাপতির বক্তব্যে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমি চাই জনগণের জন্য কাজ করতে। আর আমি যদি জনগণের জন্য করি, তাহলে সবাই ভোট দেবে এটা আমি বিশ্বাস করি।

পরে সিটি করপোরেশনের ৩৯ জন আহত/অসুস্থ শ্রমিক ও শ্রমিকদের পরিবারের হাতে ১৯ লাখ ৭৫ হাজার টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) একেএম মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শহীদুল ইসলাম, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন  প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমএস/এবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।